নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:২১। ৯ মে, ২০২৫।

দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ

মার্চ ২৬, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে — রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী। আগামী ২৪ ঘণ্টায় এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারা দেশের দিন-রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

৭২ ঘণ্টার এই পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরসঙ্গে ১ম (২৬ মার্চ) ও ২য় দিন (২৭ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর ৩য় দিন (২৮ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।