চারঘাট (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, “দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনুন, নইলে দেশবাসী আর চুপ থাকবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
চাঁদ আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য কাজ করে গেছেন, তাঁর আদর্শই আমাদের অনুপ্রেরণা। ধানের শীষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে।”
এর আগে চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজনে হাজারও নেতাকর্মীর ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারঘাট বাজার এলাকা। বক্তৃতায় স্থানীয় নেতারা বলেন, “জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহীন আলী, জেলা যুবদলের আহবায়ক সাব্বির রহমান মুকুট, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, বুলবুল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীনুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

