
স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে ইঙ্গিত দিয়ে রাজশাহী সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন অভিযোগ তুলেছেন, ‘একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, একটি ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে।’ তাদের এমন কথায় ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘কারো মিথ্যা কথা বিশ^াস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না।’ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে তিনি ভোটারদের এসব কথা বলেন। আগামী ২১ জুন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওই এলাকার এক পথসভায় সদ্য সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমি মেয়র থাকাকালে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ, আলোকায়ন, প্রশস্ত সড়ক, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন করা হয়েছে। আমি আরো কাজ করতে চাই।...
Developed by BDITHOST