
অনলাইন ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল সরকারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর মানিকগঞ্জের ডিবি মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে ভোরে বাউল শিল্পী আবুল সরকারকে পুলিশ হেফাজতে নেন। পরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা...
Developed by BDITHOST