নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:১৯। ৩১ জানুয়ারি, ২০২৬।

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক

জানুয়ারি ৩০, ২০২৬ ৯:৫০
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বনকেশর রাবেয়ার মোড়ে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির একটানা ২৮ বছরের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জননেতা মোমিনুল হক (মোমিন)। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে থাকুন: মিলন

তিনি আরও বলেন, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তার নেতৃত্বে রাজশাহী–১ আসনে শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  রিইব এর তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।