নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৫:৫৬। ২৯ মে, ২০২৫।

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

মে ২৬, ২০২৫ ৮:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়-‘ঝুমুল’। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

আরও পড়ুনঃ  ভূমি মেলায়ই সেবাপ্রার্থীর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলেন এসিল্যান্ড

বিডব্লিউওটি বলছে, বুধবার থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে ‘ঝুমুল’ বৃষ্টিবলয় এবং ৩ জুন পর্যন্ত এর প্রভাব বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’ -এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এছাড়াও রাজধানীসহ বরিশাল, ও রাজশাহী বিভাগেও এর উল্লেখযোগ্য প্রভাব অনুভূত হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

অন্যদিকে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।