অনলাইন ডেস্ক : দুই বছরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তিন ধাপে এই প্রত্যাহার সম্পন্ন হবে। যদিও গাজার অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার (১০ অক্টোবর) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজারো ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত নিজেদের বাড়ি দেখতে গাজা সিটির দিকে রওনা দেন। প্রায় ২২ লাখ গাজাবাসীর অধিকাংশই ২০২৩ সালের অক্টোবর থেকে স্থানচ্যুত হয়ে আছেন। রাস্তায় ফিরে কেউ কাঁদছেন, কেউ আনন্দে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন। খান ইউনিসের ইব্রাহিম আল-হেলু বলেন, ‘আমি আবেগাপ্লুত হলেও সতর্ক ছিলাম। এখন আমরা সবাই বাড়ি ফিরে পরিস্থিতি দেখতে যাচ্ছি।’ ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সেনারা গাজার উত্তর-পশ্চিম প্রান্ত থেকে সরে গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনা প্রত্যাহার শেষে গাজার প্রায় ৫৩...
Developed by BDITHOST