
অনলাইন ডেস্ক : নওগাঁয় কারাবন্দি বাসচালকের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে পরিবহন শ্রমিকরাও। চলমান এই আন্দোলনের বিষয়ে রোববারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। জানা যায়, গত ৩০ জুন সন্ধ্যায় শহরের মশরপুর বাইপাস এলাকায় আব্দুল জলিল শিশুপার্কের সামনে হানিফ পরিবহনের একটি বাস কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থীসহ ২১ জন গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যুও হয়। এ ঘটনার পরদিন বাসচালক ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করেন আহতদের এক স্বজন। পরে ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১৬ জুলাই আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন চালক ইমরান...
Developed by BDITHOST