নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। ভোর ৫:৪৯। ১০ মে, ২০২৫।

নওগাঁয় ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খলসি বাজার এলাকায় সড়কের পাশে ফসলের মাঠ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম ফয়জুল ইসলাম (৫০)। তিনি বদলগাছীর বালুভরা ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। পেশায় গুড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাবুল হোসেন নামের স্থানীয় এক কৃষক খলসি বাজারের কাছাকাছি তাঁর পটলের খেতে কাজ করতে গিয়ে দেখতে পান পাশেই একটি মরদেহ পরে আছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি ফয়জুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানালে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জেনেছি তিনি দীর্ঘদিন শারীরিকভাবে বিভিন্ন অসুস্থায় ভুগছিলেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অসুস্থতাজনিত কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।