নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:৪৬। ২১ সেপ্টেম্বর, ২০২৫।

নওগাঁ-২ আসনে মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (৪৭) নওগাঁ-২ আসনের নজিপুর,পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নজিপুর, পত্নীতলার, মধইল, বাকরইল, আলপাকা, শিহাড়া এবং ধামইরহাট উপজেলার শাখাহাটি (নদীঘাট) বাজার এলাকায় কর্মসূচি পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ক্রিকেট : সবাই কেন ক্যালকুলেটর খুঁজছে?

ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও নওগাঁ-২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, “দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা ছাড়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়। এই রূপরেখা শুধু রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার পথ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার নিশ্চয়তা।”

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার ফিরে পাক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। নওগাঁ-২ আসনের মানুষসহ সারা দেশের জনগণকে আমি আহ্বান জানাই—ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিন। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। খুব শিগগিরই দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।