স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নওহাটা পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন।
নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান লিটন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।
নওহাটা পৌর দলের সদস্য সচিব গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব ছিল আপসহীন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তিনি।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, নওহাটা পৌর বিএনপির সদস্য ফজলুল হক বাবুল, নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক সোহাগ ও সুমন এবং নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য মমিনুল ইসলাম মোহন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের সব সময় সাহস জুগিয়েছে। তাঁর আদর্শকে ধারণ করে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সেই লক্ষ্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি।
