
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদ বেশি আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের। তবে তার হাতে নগদ টাকা কম। সেই তুলনায় নগদ টাকা বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমের। হলফনামা অনুযায়ী, চার মেয়র প্রার্থীর কারও নামে বর্তমানে কোন মামলা চলমান নেই। নির্বাচন কমিশনে দেওয়া তাদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় আড়াইগুণ। আর বার্ষিক আয় বেড়েছে প্রায় চারগুণ। বেড়েছে অস্থাবর সম্পদও। পিছিয়ে থাকেননি তার স্ত্রী শাহীন আকতার রেনীও। তারও অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় আড়াইগুণ। পাঁচ বছর আগে শাহীন আকতার রেনীর কোনো স্থাবর সম্পদ না থাকলেও তিনি এখন দোতলা বাড়ি, জমি এবং মৎস্য খামারের মালিক। খায়রুজ্জামান লিটন...
Developed by BDITHOST