নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৯:১৮। ১০ নভেম্বর, ২০২৫।

নগরীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগস্ট ৫, ২০২৩ ৮:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শনিবার বেলা ১২টায় নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের একটি জায়গায় পড়ে ছিল। পথচারীরা তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পাশাপাশি লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।