নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:১৯। ১৮ মে, ২০২৫।

নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ চেয়ে বিএনপির স্মারকলিপি প্রদান

মে ১৭, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে আরএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে উপস্থিত হয়ে পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপিতে নগরীতে ক্রমবর্ধমান অপরাধ, কিশোর গ্যাং, যৌন হয়রানি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ ১২

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “রাজশাহীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মাদকের বিস্তার বেড়েছে এবং শহরে খুন, ছিনতাই ও ইভ টিজিংয়ের ঘটনা বেড়েই চলেছে।”

তারা পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “সকল মামলার আসামি ও অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুনঃ  রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

স্মারকলিপিতে যুবদল নেতা রুহুল আমিন বাবলুর বাসায় অগ্নিসংযোগ, গুলি ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। বাবলু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

এছাড়া, কিশোর গ্যাং ও ইভটিজারদের তালিকা করে অভিযান পরিচালনা, রাত্রিকালীন টহল জোরদার এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম পুনর্গঠন ও সক্রিয় করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।