স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এদিন দুপুরে ভদ্রা মোড় রেলক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের নির্মাণ চলছে। ৪ দশমিক ১৭ কিলোমিটার সড়কের নির্মাণে ব্যয় ধরা হচ্ছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি প্রশস্ত করা হয়েছে ৮০ ফুটে। সড়কটির কার্পেটিং কাজ শেষ পর্যায়ে। সড়কটিতে ১৬৫টি পোলে দৃষ্টিনন্দন সড়কবাতি সংযোজন করা হচ্ছে। ১৬৫টি পোলে...
Developed by BDITHOST