
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম। সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের পুর্ব অনুমতি ব্যতিত নগরীতে কোন প্রকার ব্যানার ফেস্টুন লাগানো যাবে না, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত লিফলেট, হ্যান্ডবিল বিতরণে অবশ্যই পুর্ব অনুমতি নিতে হবে। পরিচ্ছন্ন নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ভাবে লিফলেট হ্যান্ডবিল বিতরণ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন হালনাগাদ করার বিষয়ে সকলকে অনুরোধ জানানো হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন রাজশাহীর পরিবেশকে আরও সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সভার সভাপতি কাউন্সিলর নিযাম উল আযীম জানান, নগরবাসীর...
Developed by BDITHOST