
স্টাফ রিপোর্টার : নগরীতে অভিনব কায়দায় বাজারের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (০৬ সেপ্টেম্বর) ২১.৩০ টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পেয়াজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন (২২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে রাজপাড়া থানার লক্ষিপুর আইডি বাগানপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে । একটি বাজার করার ব্যাগের ভিতরে রক্ষিত তিন কেজি গাঁজা কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার। তার বিরুদ্ধে আরএমপি এর রাজপাড়া থানার মামলা নং-২৭/৩৮০, তারিখ- ১১/১০/২০২০ খ্রিঃ; জি আর নং-৩৮০/২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(খ)...
Developed by BDITHOST