
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি বেগমকে (৫১) হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এই তরুণ চুরি করতে ওই নারীর বাসায় চুরি করতে গিয়েছিলেন। বিউটি বেগম দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তার তরুণের নাম ওমর ফারুক মৃদুল (২১)। তিনি একই এলাকার আফতাব উদ্দিন মিরুর ছেলে। নিহত বিউটি বেগম তার ছেলে আবদুল কাদেরের সঙ্গে বসবাস করতেন। ছেলের মোবাইল ব্যাংকিংয়ের দোকান আছে। যেদিন বিউটি খুন হন, সেদিন তার আলমারী ভেঙে সাড়ে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল। ছেলে কাদেরের ব্যবসায়ীক কাজের টাকা ছিল এগুলো। বিউটি খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি মৃদুলকে শনাক্ত করে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। পরে সোমবার ভোরে বরিশালের মুলাদী থানার চরকালেকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা...
Developed by BDITHOST