
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো: কামরুল ইসলাম (৬০) ও মো: আনোয়ার আলী (৪৫)। কামরুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাজে কাজলার মৃত নুর উদ্দিনের ছেলে ও আনোয়ার আলী পবা থানার বাগধানী গ্রামের মো: কফিল উদ্দিনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়,৩১ আগস্ট বিকাল ৪:২০ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: শামীম হোসেন ও তার টিম পবা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার নওহাটা বাজারে একটি অটোরিক্সা সার্ভিসের দোকানে ২ ব্যক্তি একটি অটোরিক্সা...
Developed by BDITHOST