নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৭:০৮। ৩১ জুলাই, ২০২৫।

নগরীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে নগরীর ভদ্রা, শালবাগান, রেলগেট, তেরখাদিয়া, কুমারপাড়া, ঘোষপড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলটির নেতারা।

আরও পড়ুনঃ  সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

শীতবস্ত্র বিতরণের সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার মামলায় আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ গ্রেফতার

এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মহানগরের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।