
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার চন্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রাহিমুল তোহা মাহিন (১৯), মো: অনম আহমেদ (২০), মো: নাইম হোসেন নুরু (২২), মো: ইমাম হোসেন রবিন (১৯), মো: রিফাত হাসান রাব্বি হৃদয় (১৯), মো: ইসমাইল হোসেন অনন্য (১৯), মো: পারভেজ আলী (১৯), সিয়ামুল বাশার (১৯), সৈয়দ মোবাশ্বির সাউথ (১৭), মো: অনিক ইসলাম (১৭) ও মো: অন্তর মনি (১৭)। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১০ মে রাত সোয়া ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,...
Developed by BDITHOST