
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগর টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার দিবাগত রাতে লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের আটক করে। এসময় ৬ সেট প্লেয়িং কার্ড, ৫২ টি বিভিন্ন রংয়ের তাস, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ১ টি ল্যাপটপ ও ১ টি এ্যাকসেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র্যাব। আজ শনিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তিরা নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলছে। এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় ২৪ জনকে।...
Developed by BDITHOST