নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১২:৩৯। ১০ মে, ২০২৫।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ২০, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: নাসির উদ্দিন রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর চকপাড়া গ্রামের আব্দুস সামাদ মাস্টারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। ১৯ জুন রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাসির উদ্দিন পবা থানার দাদপুর স্কুলের সামনে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি নাসির উদ্দিকে দাদপুর স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।