
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো রওনক বিশ্বাস (২৩), মোস্তাকিম (২৫), আল মামুন (৪৭), সাজু আহমেদ (৩৩), হাবিবুর রহমান (১৯) ও আয়েশা সিদ্দিকা (২২)। রওনক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাতেন খাঁ মোড়ের রাহাত আলীর ছেলে, মোস্তাকিম রাজশাহী নগরীর পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে, আল মামুন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে, সাজু কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুরে আব্দুর রাজ্জাকের ছেলে, হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কালিশংকরপুরের মো: মঞ্জুর হোসেনের ছেলে ও আয়েশা সিদ্দিকা পাবনা জেলার ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোডের মান্নানের মেয়ে। নগর পুলিশ জানায়, শুক্রবার (২৮শে...
Developed by BDITHOST