নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:৪০। ২২ মে, ২০২৫।

নগরীতে ফারাক্কা লং মার্চের ডাক

মে ২১, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ান, পদ্মা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর, ফারাক্কা লং মার্চের ডাক দিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা।

বুধবার (২১ মে) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে পড়া আম মাত্র সাড়ে ৩ টাকা কেজি

এসময় বক্তারা বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোন আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪ টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন,মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা,ভারত আন্তর্জাতিক নদী-নীতি অমান্য করে,বাংলাদেশের নদী গুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।