নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:০০। ৩১ জুলাই, ২০২৫।

নগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিমডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম মাসুদ রানা (৩৫)। তিনি কাটাখালি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুনঃ  তানোরে শিক্ষা প্রতিষ্ঠানে নেই বিজ্ঞানাগার ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানা দৌড়ে পালানোর সময় র‌্যাব তাকে আটক করে র‌্যাব। পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

পরে তাকে কাটাখালি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।