
স্টাফ রিপোর্টার : রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিমডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম মাসুদ রানা (৩৫)। তিনি কাটাখালি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানা দৌড়ে পালানোর সময় র্যাব তাকে আটক করে র্যাব। পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাকে কাটাখালি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে র্যাবের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে।
Developed by BDITHOST