নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১:৫১। ৬ জুলাই, ২০২৫।

নগরীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

মে ৫, ২০২৩ ৮:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চোদ্দপাই এলাকায় একতা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী নগরীর চোদ্দপাই আইবিএ ভবনের সামনে এদুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বেলি বেগম (৪৫)। তিনি আহত আবু তালেবের স্ত্রী। আবু তালেব দুর্গাপুর চৌবাড়িয়া এলাকার তাসের উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অভিমানে স্ত্রীর ওড়না পেঁচিয়েই স্বামীর আত্মহত্যা

আহত আবু তালেবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী-স্ত্রী রাজশাহী নগরী থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন স্থানীয়দের বরাদ দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যার ৭ টার কিছু পর একতা বাসের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। একতা যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল আর নগরী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে নিজেরা চাঁদা তুলে কাঁচা রাস্তা সংস্কারে ব্যস্ত গ্রামবাসী

সন্ধ্যা ৭ টার কিছু পর চৌদ্দপায়া আইবিএ ভবনের সামনে একতা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক আহত বেলিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস মোটরসাইকেল উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।