
স্টাফ রিপোর্টার: বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও ইতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদের সমন্বয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: নূরে আলমের নেতৃত্বে রাজশাহী মহানগরী’র ১২টি থানা এলাকার এক হাজার জন অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও ইতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম। উল্লেখ্য, ইফতার সামগ্রীর যোগান ও তৈরিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন, রাজশাহী অগ্রগণ্য ভূমিকা রাখে। পূর্বের দিনের ন্যায় শনিবারও বিকাল হতে...
Developed by BDITHOST