নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৩০। ২ জুলাই, ২০২৫।

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

জানুয়ারি ৫, ২০২৫ ৯:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চিকিৎসায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে রাজশাহীতে ‘সামার সামিট’

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: রুম্মান ইসলাম (২৮), মো: মনিরুজ্জামান সোহাগ (৩২) ও মো: জাহিদুল আলম (৩৫)। রুম্মান ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার শাহীন ইসলামের ছেলে, মনিরুজ্জামান একই থানার তেরখাদিয়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে ও জাহিদুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের ওয়াহিদুল আলমের ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীকে মুক্তি দিয়েছে সরকার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।