
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ১৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: লাকি আক্তার মিথিলা (২২), মো: হাবিবুর রহমান সুজন (৩৭), শুভ (২১), মো: রাশেদুল ইসলাম মিলন ওরফে কানা মিলন (৪৪) ও মো: মনিরুজ্জামান (৩২)। লাকি আক্তার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ওয়াদুদের মেয়ে। সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। আওয়ামীলীগ কর্মী শুভ মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় মানিকের ছেলে, আওয়ামীলীগ কর্মী রাশেদুল ইসলাম মহানগরীর বোয়ালিয়া মডেল...
Developed by BDITHOST