
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘মা’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ‘মা’ দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘মা’ পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে ১৯১৪ সালের ৮ মে থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। যা মূলত মায়েদের সম্মান প্রদর্শনের জন্য পালিত হয়ে থাকে। জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি...
Developed by BDITHOST