
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে খাবারের লোভ দেখিয়ে অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ধর্ষকের দেয়া তথ্যে একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আরএমপির শাহ্মখদুম থানা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. পলাশ শেখ (৩৫)। সে রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো. শাহীনের ছেলে। সোমবার দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম)-এর কার্যালয়ে শাহ্মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৪ টায় নগরীর শাহ্মখদুম থানার নওদাপাড়া এলাকার মো. আজিম উদ্দিনের ৯ বছর বয়সের মেয়ে আন্নিকা আক্তার মায়া তার বাড়ির নিকটবর্তী দাদীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে বাড়িতে ফিরে না যাওয়ায়...
Developed by BDITHOST