
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: নবিবর রহমান নবী (৫২), শাহরিয়ার আল মামুন সোহান (২৪), মো: আকিফ-ই-রাব্বি আবির (১৯), মো: সাঈদ হাসান তুষার (২৩), মো: ফয়সাল মাহমুদ তামিম (২০) ও মো: হাসান আলী শান্ত (২২)। নবী রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে পারিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী।...
Developed by BDITHOST