
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকার বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। নগরীর দামকুড়া থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে গ্রেফতার করে। তারা দুইজন আরও দুইটি করে মামলার সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ইকবাল হোসেন (৩২) ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (৩৮)। তারা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুরের মো: মনিরুজ্জামান মন্টুর ছেলে। দামকুড়া থানার অফিসার ইনচার্জ জানান, রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় আসামি মো: ইকবাল হোসেন ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা ও ৬টি গ্রেফতারী পরোয়ানা এবং তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিরুদ্ধে ২ টি সাজা গ্রেফতারী পরোয়ানা-সহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। তারা পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গতকাল ১০ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ...
Developed by BDITHOST