
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক যুবককে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ট্রাকের নিচে ফেলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে এলে তদন্ত শুরু করে পুলিশ। এতে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা গ্রামের সবুজ আলী (২৮), মহানন্দাখালী গ্রামের কাওসার আলী (৪২), একই এলাকার সজল আহম্মেদ (২৮) ও সজলের স্ত্রী সুইটি খাতুন (২২)। রাজশাহীর পবা থানা পুলিশ গত ২৪ জুলাই এদের গ্রেপ্তার করে। এরপর সজল ও তার স্ত্রী সুইটির রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে সজল আদালতে...
Developed by BDITHOST