স্টাফ রিপোর্টার : “মানবাধিকারের সংগ্রাম চলছেই, চলবে” এই শিরোনামকে সামনে রেখে বিগত নির্বাচনে আওয়ামী লীগের সরকারের ইশতেহারে দেওয়া সাত দফা সরকারের চার বছর পার হওয়ার পরেও অদ্যবধি কোন দফা মেনে নেওয়া হয় নি। সেই সাত দফা বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর ধর্মসভা থেকে এক মশাল মিছিল বের হয়। মশাল মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলুপট্টিতে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রণজিৎ কুমার সাহা, বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের...
Developed by BDITHOST