
স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির কার্যালয় থেকে আসামীদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ. রহমানের ছেলে মো. সাদেক আলী (৪৫), মো. হাবিবুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো. সাকোয়াত হোসেন (৩৩), মো. সোহরাব হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো. সাজাহান আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আল...
Developed by BDITHOST