
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার অন্তর্ভুক্ত চারখুটার মোড়ে রেল ক্রসিং এর পাশে রমরমা জুয়ার আসর চলছে। সম্প্রতি সময়ে জুয়ার আসরটি বসায় স্থানীয় দুই মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মিলে। থেমে নেই অনলাইন জুয়ার রমরমা কারবারও। স্থানীয় সুত্রে জানা যায় মিঠু, রকি, শাহ আলম আকিবুরের নেতৃত্ব জুয়ার আসর বসানো হয়েছে। রকি ও আকিবুরের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। চারখুটার মোড়ের স্থানীয় লোকজন জানান গত প্রায় ৮ মাস থেকে জুয়ার আসরটি চলছে। প্রতিদিন রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে জুয়া খেলতে লোকজন আসছে, এমনকি প্রতিরাতে কাশিয়াডাংগা থানার টহল পুলিশ জুয়ার আসর থেকে টাকা নিয়ে যাচ্ছে। ইতিপূর্বে এই জুয়ার আসর নিয়ে অভিযোগ উঠলে জুয়ার আসরের ঘরটি পরিবর্তন করে পাশেই আরেকটি ঘরে জুয়ার আসর বসায়। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের মধ্যে সবচেয়ে বেশি জুয়া চলে...
Developed by BDITHOST