স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগরীর মাদকের হটস্পটে অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০ দিকে নগরীর রাজপাড়া থানাধীন মাদকের হটস্পটে নামক দাসপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৫) রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদকের হটস্পটে নামক দাসপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সেলিম রেজা (৫৫), পিতা-মোঃ শাসছুদ্দিন মোল্লা, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, বুলেট অরফে রুবেল (৩০), পিতা-আঃ রহিম, সাং-বন্ধগেইট বিলশিমলা, রিদয় (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, শিহাব আহমেদ শিশির (২২), পিতা-মৃত শরিফুল ইসলাম, সাং-কাজিরহাট, আনোয়ার হোসেন (৪৭), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-আলীগঞ্জ জামাল মন্ডলের মোড়, সর্ব থানা-রাজপাড়া, জয়নাল আবেদীন জনি (২৫), পিতা-মোঃ সাজ্জাদ আলী, সাং-আদর্শগ্রাম লিলিহল, জীবন বিশ্বাস (২৩), পিতা-ফিলিপ বিশ্বাস, সাং-মিয়াপুর, উভয় থানা-কাশিয়াডাঙ্গা, সাজিদ আলী (২২), পিতা-মৃত আজাদ আলী, সাং+থানা-কর্ণহার, জাফর সাদিক অভি (২২), পিতা-মোঃ মতিউর রহমান, স্থায়ী সাং-মাদারীগঞ্জ, থানা-বাগমারা, এ/পি সাং-ছোটবন গ্রাম, থানা-চন্দ্রিমা, সৌরভ হোসেন (২৪), পিতা-মোঃ সুমন ইসলাম, সাং-নওদাপাড়া মেহেরের মিল, থানা-শাহমখদুম, আরিফুল ইসলাম (৩৬), পিতা-লিয়াকত আলী, সাং-পুরাতন মধুপুর, থানা-দামকুড়া, সর্ব রাজশাহী মহানগর, আলমগীর হোসেন (৫০), পিতা-মৃত কোরবান আলী, সাং- কাপাশিয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, ইউনূস আলী (৪২), পিতা-লাল মোহাম্মদ, সাং-কুমিরজান, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জগ ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর নামক এলাকায় বর্তমানে ব্যাপক হারে মাদকের কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে রাখে এবং রোববার (৭ সেপ্টেম্বর) রাতে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে ২৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।এবং জব্দকৃত আলামত ক। গাঁজা – ২৮০ গ্রাম, খ। মোবাইল – ০৬ টি, গ। সীম – ০৬ টি, ঘ। নগদ – ৩০০/-টাকা উদ্ধার করে।
র্যাব জানায়,উক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।