স্টাফ রিপোর্টার : সবুজ বাসযোগ্য নগরী গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর দায়রা পার্ক মোড় এলাকার জনসাধারণের মাঝে বিভন্ন ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়। এসময় জনসাধারণের মাঝে বিভন্ন জাতের ফুল ও ফলজ গাছের ৩০০ চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিলন।
নেতৃবৃন্দ বলেন, সবুজ নগরী গড়তে চারা রোপণে করতে সবাইকে অনুপ্রাণীত করতে এই চারা বিতরণ কর্মসূচী।