
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘প্রথম আলো’ বয়কটের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী নেতারা বলেছেন, আজ (সোমবার) থেকে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রথম আলো পড়বেন না। যারা রাষ্ট্র ও সরকারকে একসাথে করার চেষ্টা করেন, তারা বেকুব। প্রথম আলো সুপরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা মহান স্বাধীনতা এবং রাষ্ট্রের বিরোধিতা করবে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার। রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে। তাই রাজনৈতিক দলের বিরোধিতা করলেও রাষ্ট্রের বিরোধিতা করা যাবে না। কারণ স্বাধীনতা এবং জাতীয় সংগীতসহ বেশকিছু মৌলিক ইস্যুতে কখনও বিরোধিতা করা যায় না। কিন্তু প্রথম আলো সেটিই করে যাচ্ছে। রাজশাহীতে মহান স্বাধীনতার বিরুদ্ধে প্রথম আলো পত্রিকায় আপত্তিকর সংবাদ পরিবেশনের কারণে সোমবার বিকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন,...
Developed by BDITHOST