নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৩১। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

নতুন কুঁড়ি-২০২৫ এর সফল বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতা আয়োজনের উদ্দ্যোগ গ্রহণ করেছে। দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ১৭ আগস্ট ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা দেশের ৬৮টি তথ্য অফিসকে নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতা আয়োজনের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  বড়াল দখলদারদের তালিকা হলেও উচ্ছেদ হয় না

সে লক্ষ্যে জেলা তথ্য অফিস, রাজশাহী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মহানগরসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কাছে প্রতিযোগিতার বার্তা সম্বলিত ব্যাপক সড়ক প্রচার বাস্তবায়ন করেছে। এর পাশাপাশি জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচার কার্যক্রম- নারী সমাবেশ, উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সকল দপ্তরকে তাদের নিজ নিজ অবস্থানে থেকে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি বলেন, বহুল প্রত্যাশিত ও জননন্দিত এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভাকে জাতীয় মঞ্চে তুলে আনা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, ক (৬-১১ বছর) ও খ (১১-১৫ বছর) দুইটি শাখায় অভিনয়, নৃত্য ও সঙ্গীত- এ তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আবেদন প্রক্রিয়া ১৫ আগস্ট ২০২৫ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে অনলাইন/অফলাইনে করা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা www.btv.gov.bd

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।