
অনলাইন ডেস্ক : গত কয়েক মাস যাবত কোচ সমস্যায় বাংলাদেশ নারী ফুটবল দল। সদ্য সমাপ্ত নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সিরিজে মাহবুবুর রহমান লিটু ভারপ্রাপ্ত কোচ হিসেবে ছিলেন। আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'সেপ্টেম্বরে এশিয়ান গেমস এবং এএফসি অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। দুটি টুর্নামেন্ট একই সময় হওয়ায় আমাদের ভিন্ন ভিন্ন কোচ প্রয়োজন। অ-১৭ টুর্নামেন্টে লিটু ভাই এবং এশিয়ান গেমসে সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।' নারী দলের কোচ চূড়ান্ত হয়েছে মহিলা ফুটবল কমিটির সভা ছাড়াই। আজ বিকেলে টিটুর সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এক বৈঠক করেন। সেই বৈঠকে এশিয়ান গেমসের জন্য সাবিনাদের কোচ চূড়ান্ত হয়।...
Developed by BDITHOST