
অনলাইন ডেস্কঃ জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এক বছরের চুক্তিতে, যা নবায়ন হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু গত কয়েক মাসের পরিস্থিতি জুভেন্টাসের ভবিষ্যৎ পরিকল্পনাই বদলে দিয়েছে। ইতালিয়ান ক্লাবটিতে তাই জুনের পর থাকা হচ্ছে না আনহেল দি মারিয়ার। আর্জেন্টাইন এই উইঙ্গার এখন নতুন ঠিকানা খুঁজছেন। গোল ডটকমের খবরে বলা হয়, সামনের মৌসুমের জন্য দলবদল পরিকল্পনায় পরিবর্তন এনেছে জুভেন্টাস। দলবদলের আর্থিক বিবরণীর অনিয়মের দায়ে এ মৌসুমে ক্লাবটির সিরি ‘আ’-তে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়। যে কারণে পয়েন্ট তালিকায় পিছিয়ে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না জুভেন্টাস। অনিশ্চয়তা আছে ইউরোপা লিগে জায়গা পাওয়া নিয়েও। এই পরিস্থিতিতে দি মারিয়া ও ক্লাব কর্তৃপক্ষ আলোচনায় বসলেও সেটা ফলপ্রসূ হয়নি। মৌসুম শেষে দুই পক্ষের চুক্তি সমাপ্তির কথা নিশ্চিত করেছে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যমটি। জুভেন্টাসে কাটানো এক মৌসুমে ৩৮ ম্যাচ...
Developed by BDITHOST