স্টাফ রিপোর্টার: রাজশাহীর নতুন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
এছাড়াও গণধ্বনি প্রতিদিন সম্পাদক ডিসিকে পত্রিকার ক্যালেন্ডার উপহার দেন। সংক্ষিপ্ত মতবিনিময়কালে ডিসি শামীম আহমেদ রাজশাহীতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বলেন, তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান।
এ সময় সাংবাদিক মইন উদ্দিন, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজশাহীর ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপসচিব শামীম আহমেদ। এর আগে তিনি নাটোরের ডিসি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।