
অনলাইন ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে। শনিবার এক বিবৃতিতে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে রয়েল চ্যাম্পস। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে এই দলে। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে তারা। রয়েলের নেতৃত্ব পেয়ে সাকিব বলেছেন, 'রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।' দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, 'আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার...
Developed by BDITHOST