অনলাইন ডেস্ক : সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে আগেও আলোচনা কম হয়নি। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন নায়িকা। শোনা যাচ্ছে, আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছু দিন আগেই ছড়িয়ে পড়েছিল নায়িকার একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় চোখের জল মুছছেন অভিনেত্রী। অনেকেই ধরে নেন ব্যক্তিগত জীবনে কোনও সমস্যার জন্য সকলের সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। কিন্তু বিষয়টা যে তা নয়, সে কথা নিজেই সবাইকে জানিয়েছেন নায়িকা। এ বার নতুন গুঞ্জন। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থার জীবনে নাকি এসেছেন নতুন মানুষ। শোনা যাচ্ছে, আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সত্যিই কি তাই? সেই উত্তর স্পষ্ট না হলেও সামান্থার নতুন পোস্ট উস্কে দিয়েছে নতুন জল্পনা। পরিচালক রাজ নিদিমরুরের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। অনেক দিন ধরেই এই আলোচনা চলছে। কিন্তু আদতে সত্যিটা কী, তা এখনও জানা যায়নি।
শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সামান্থা। তার আগেই নিজের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি। যে ছবিতে দেখা গিয়েছে ‘সিটাডেল হানি বানি’ ছবির পরিচালক রাজও রয়েছেন। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।” তাঁর এই লেখাতেই অনেকে সামান্থার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন। কেউ কেউ ধরেই নিয়েছেন এই ছবির মাধ্যমেই নিজের সম্পর্কের আভাস দিয়েছেন সামান্থা। তবে সব আলোচনাই নস্যাৎ করে দিয়েছেন নায়িকা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, নতুন শুরুর মানে হল প্রযোজক হিসাবে তাঁর নতুন যাত্রা শুরু। এই মুহূর্তে কোনও সম্পর্কেই যে তিনি নেই, সে কথাও স্পষ্ট করে দেন সামান্থা।