
অনলাইন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেবল অভিনয় নয়, একই সঙ্গে তাঁর রূপ এবং ফ্যাশন দিয়েও সবার নজর কাড়েন এই অভিনেত্রী। তাঁর নিত্য নতুন লুক, ফটোশুটে নতুনভাবে ধরা দেন শ্রাবন্ত। অগণিত ভক্তের মনে ঝড় তোলেন তিনি তাঁর বাহারি স্টাইলের ঝলকে। সম্প্রতি তেমনই এক ফটোশুটের ছবি পোস্ট করে স্যোশাল মিডিয়ায় সকলের নজর কাড়লেন তিনি। এ দিন তাঁকে বেইজ রঙের একটি ব্রালেট এবং রাফেল স্কার্ট পরে ছবি তুলতে দেখা যায়। ডিপ নেক টপ থেকে স্পষ্ট উঁকি মারছে বক্ষবিভাজিকা। তাঁর খোলা চুল যে আলাদাই মাত্রা যোগ করে তাঁর এক সাজে। না, এদিন কোনও গয়নাই পরেননি নায়িকা। কেবল এই টপ এবং স্কার্ট পরেছিলেন। সঙ্গে ছিল একদমই হালকা মেকআপ। বসন্ত চলে গিয়েছে বহুদিন। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলে এলেও অভিনেত্রীর মনে কিন্তু এখনও রঙের ছোঁয়া।...
Developed by BDITHOST