নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:১৮। ৭ জানুয়ারি, ২০২৬।

নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণ, হতাহত অসংখ্য

জানুয়ারি ১, ২০২৬ ৩:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্টে বিস্ফোরণ-পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। নতুন বছর পালনের জন্য সেখানে কমপক্ষে শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত বলে জানা যায়। ৮৭ মাইলের স্কি ট্রেইলসহ আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এখানে শিগগিরই ফিস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এএফপিকে জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বারটিতে ওই সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং নিহত ও আহতদের বেশিরভাগই পর্যটক।

আরও পড়ুনঃ  প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না : ইসি

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বারটি আগুনে পুড়ছে দেখা গেছে। ঘটনাস্থলে জরুরি সেবা ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রিসেপশন সেন্টার ও হটলাইনও চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী শহরকে আরও সুন্দর ও নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, একটি কনসার্ট চলাকালীন আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।